গত সপ্তাহে, আমরা মোট বারো জন বন্ধু মিলে সিলেটে অবস্থিত
বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট,
রাতারগুল গিয়েছিলাম। পৃথিবীর খুব অল্প কিছু মিঠাপানির
জলাবনের মধ্যে এটি একটি। সিলেট শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই জলাবনে বেশ
কিছু প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বসবাস। ডিঙি নৌকা নিয়ে বনে প্রবেশের কিছুক্ষণের
মধ্যেই হেড়ে গলার, চরম
বিরক্তিকর চিৎকার শুনে ভ্রু কুঁচকে গিয়েছিলো আমার। অর্থহীন আচরণের জন্যে মানুষকে
টেক্কা দেয়া সহজ নয়।
বনের মূল উদ্ভিদের মধ্যে হিজল, করচ আর বরুন উল্লেখযোগ্য। স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে বেজী ও বানর; সাপ ও গুইসাপসহ কয়েক প্রজাতির সরিসৃপ; পাখিদের মধ্যে রয়েছে সাদা বাজ, শকুন, চিল, পানকৌড়ি, মাছরাঙা, সাদা বক, কানা বক; মাছেদের মধ্যে রয়েছে রুই, কাতলা, কালবাউশ, আইড় এবং আরো কিছু প্রজাতি।
এই ভিডিওতে ছবির পাশাপাশি আমার দলের কয়েকজনসহ অন্যান্য পর্যটকদের হেড়ে গলার চিৎকারের জন্যে দুঃখ প্রকাশ করছি। স্বকীয়তা বজায় রাখার জন্যে শব্দ বাদ না দিয়ে ভিডিওটি তুলে দিলাম।
কিভাবে এখানে যাওয়া যাবে তা আলাদা করে বলছি না, সংযুক্ত লিঙ্কগুলো থেকে সে তথ্য পেয়ে যাবেন!
বনের মূল উদ্ভিদের মধ্যে হিজল, করচ আর বরুন উল্লেখযোগ্য। স্তন্যপায়ীদের মধ্যে রয়েছে বেজী ও বানর; সাপ ও গুইসাপসহ কয়েক প্রজাতির সরিসৃপ; পাখিদের মধ্যে রয়েছে সাদা বাজ, শকুন, চিল, পানকৌড়ি, মাছরাঙা, সাদা বক, কানা বক; মাছেদের মধ্যে রয়েছে রুই, কাতলা, কালবাউশ, আইড় এবং আরো কিছু প্রজাতি।
এই ভিডিওতে ছবির পাশাপাশি আমার দলের কয়েকজনসহ অন্যান্য পর্যটকদের হেড়ে গলার চিৎকারের জন্যে দুঃখ প্রকাশ করছি। স্বকীয়তা বজায় রাখার জন্যে শব্দ বাদ না দিয়ে ভিডিওটি তুলে দিলাম।
কিভাবে এখানে যাওয়া যাবে তা আলাদা করে বলছি না, সংযুক্ত লিঙ্কগুলো থেকে সে তথ্য পেয়ে যাবেন!
ধন্যবাদ!
উইকিপিডিয়া
http://bn.wikipedia.org/wiki/রাতারগুল_জলাবন
ট্যুরিজম বাংলাদেশ (ফেসবুক)
https://www.facebook.com/media/set/?set=a.478298968860910.111044.282078708482938&type=1
কালের কন্ঠ
http://www.kalerkantho.com/index.php?view=details&type=gold&data=Cook&pub_no=626&cat_id=3&menu_id=22&news_type_id=1&index=0&archiev=yes&arch_date=28-08-2011#.UIhO5IbxRYE